২৫ মার্চ অ্যাপলের অনুষ্ঠান
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:১১ পিএম, ১৮ মার্চ ২০১৯ সোমবার

অ্যাপল এর যে কোন পন্যের উন্মোচন অনুষ্ঠানই প্রযুক্তিপ্রেমিদের মাঝে তৈরি করে উত্তেজনা। যার কমতি নেই এবারের উন্মোচিত হতে যাওয়া উন্মোচন অনুষ্ঠানকে ঘিরেও।
সোমবার(২৫ মার্চ) ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোতে অবস্থিত জবস থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে এবার উন্মোচন করা হতে পারে এয়ারপড ২, নিউজ এবং ভিডিও স্ট্রিমিং সার্ভিসের। যার আভাস পাওয়া যাচ্ছে এবারের ট্যাগলাইন ‘ইটস শো টাইম’ থেকে ।