মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৫ ১৪৩১   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

সূর্যোদয়ের দেশ মাউন্ট ফুজিতে তাহসান

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৪০ এএম, ১৯ মার্চ ২০১৯ মঙ্গলবার

জনপ্রিয় সঙ্গীতশিল্পী অভিনেতা তাহসান অভিনীত 'যদি একদিন' সিনেমা সম্প্রতি মুক্তি পেয়েছে। প্রথম অভিনীত সিনেমায় তার অভিনয় দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছে। বর্তমানে এ অভিনেতা রয়েছেন সূর্যোদয়ের দেশ জাপান ভ্রমণে। সেখান থেকে কিছু ছবিও প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। 

জাপানের একটি রিসোর্ট থেকে পোস্ট করেন মাউন্ট ফুজিকে সঙ্গে নিয়ে সেলফি। তাহসানের তোলা সেলফিতে দেখা যাচ্ছে জানালার ওপাশে মাউন্ট ফুজির জ্বালামুখ। 

 

তাহসান ছবিগুলো ক্যাপশনে চার লাইনের একটি কবিতা লিখেছে, প্রকৃতি পরিশ্রম করে/স্বপ্ন দেখে মানুষ/ক্ষণস্থায়ী যাত্রাবিরতি/কৃতজ্ঞতা নিষ্কলুষ।

প্রসঙ্গত, জাপানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট ফুজি, যার উচ্চতা ১২,৩৮৯ ফিট। এটি একটি লাভাগঠিত সক্রিয় আগ্নেয়গিরি এবং ১৭০৭-০৮ সালে এখানে সর্বশেষ অগ্নুৎপাতের ঘটনা ঘটে। জাপানের রাজধানী টোকিও থেকে ১০০ কিলোমিটার (৬০ মাইল) দক্ষিণ-পশ্চিমে হনশু দ্বীপে মাউন্ট ফুজি অবস্থিত এবং একটি পরিস্কার দিনে টোকিও থেকে এটিকে দেখা যায়। মাউন্ট ফুজির জ্বালামুখটি আশ্চর্যরকমভাবে প্রতিসম যা বছরের বেশ কয়েক মাস বরফাচ্ছাদিত থাকে। এটি জাপানের একটি সুপরিচিত প্রতীক এবং জাপানের শিল্পকলা ও স্থিরচিত্রে প্রায়শই এটিকে দেখা যায়। 

পর্যটক ও পর্বতারোহীদের কাছে মাউন্ট ফুজি একটি জনপ্রিয় স্থান। এটি জাপানের তিনটি পবিত্র পর্বতের একটি। অপরদুটি হলো মাউন্ট তাতে এবং মাউন্ট হাকু। প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক দিক দিয়ে এটি একটি বিশেষ স্থান এবং ২০০৩ সালের ২২শে জুন সংস্কৃতিক এলাকা হিসেবে এটিকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত করা হয়।