মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

স্কাইপ গ্রুপ ভিডিওতে বাড়ছে অংশগ্রহণকারীর সংখ্যা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:০৬ পিএম, ১৯ মার্চ ২০১৯ মঙ্গলবার

মাইক্রোসফট স্কাইপে গ্রুপ ভিডিও কলে সর্বোচ্চ সদস্য সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে। নতুন চ্যাটিং ফিচার নিয়ে এরইমধ্যে পরীক্ষা শুরু করেছে সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠান। গ্রুপ ভিডিও কলে এবার একসঙ্গে অংশ নিতে পারবেন ৫০ জন। আগে স্কাইপ ভিডিও কলের সর্বোচ্চ সংখ্যা ছিল ২৫।

প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, ছোট ছোট প্রতিষ্ঠান যারা ভিডিও কলের জন্য স্কাইপের মতো সেবার ওপর নির্ভর করে তাদের জন্য এটি অনেক সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে। স্কাইপে ফিচার আনা হলে অ্যাপলের ফেইসটাইম ভিডিওকে ছাড়িয়ে যাবে মাইক্রোসফট। ফেইসটাইম ভিডিও কলে সর্বোচ্চ সংখ্যা ৩২।

 

ব্যবহারকারীদের ভিডিও কলে যোগ দেয়ার জন্য নোটিফিকেশন পাঠানোর মাধ্যমে বিশাল সংখ্যক কল ব্যবস্থাপনা করছে মাইক্রোসফট। এরে ফলে সব সদস্যকে স্কাইপ রিং দেয়ার বিষয়টি এড়ানো হয়েছে। অবশ্য কল শুরুর পর কেউ নোটিফিকেশনে সাড়া না দিলে তাদের কলও করার সুযোগ থাকছে।

বেটা সংস্করণে গ্রাহকরা এখন নতুন কলিং ফিচারটি ব্যবহার করতে পারবেন। আগামী কয়েক মাসের মধ্যে মূল স্কাইপ প্ল্যাটফর্মে এটি যোগ হবে।