মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

ফিচার ফোনের বিক্রি বাড়ছে

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:০৮ পিএম, ১৯ মার্চ ২০১৯ মঙ্গলবার

বৈশ্বিক স্মার্টফোন বাজারের অবস্থা গত বছর খুব বেশি সুবিধার ছিল না। তবে চলতি বছরের শুরু থেকে ফিচার ফোনের বিক্রি বেড়েছে। গবেষকরা মনে করছেন স্বল্প মূল্যের ফিচার ফোনের বিক্রি আগামী তিন বছর ব্যাপকভাবে বাড়বে।

গবেষকদের তথ্য অনুযায়ি এক পরিসংখ্যান বলছে, ২০২১ সালের মধ্যে ফিচার ফোনের ক্রমযোজিত পাইকারি রাজস্ব প্রায় ১ হাজার ৬০ কোটি মার্কিন ডলারের রেকর্ড গড়বে বলে ধারণা করা হচ্ছে। আর এ ধরনের ফোনের সবচেয়ে সম্ভাবনাময় বাজার বলে মনে করা হচ্ছে ভারতকে। এর পরই আছে বাংলাদেশ ও নাইজেরিয়া।

 

গুগলের ওপেন সোর্স অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড বাজারে আসার পর স্মার্টফোনের বাজার লাফিয়ে লাফিয়ে বেড়েছে। তবে প্রথমবারের মতো ২০১৮ সালে এসব ফোনের সরবরাহ কমেছে। তবে এ বছর ৪০ কোটিরও বেশি ফিচার ফোন বিক্রি হবে। আর ২০২১ সাল নাগাদ এর সরবরাহ ১০০ কোটি ইউনিট ছাড়িয়ে যাবে।

কাউন্টারপয়েন্ট রিসার্চের পরিচালক পিটার রিচার্ডসনের মতে, ভারত, মধ্যপ্রাচ্য ও আফ্রিকাই মূলত ফিচার ফোনের বাজারে এ উল্লম্ফনের প্রধান নিয়ামক হবে। যেখানে চলতি বছর ফিচার ফোনের বাজারের প্রায় তিন-চতুর্থাংশই তাদের দখল থাকবে।

ভারত এখনো ফিচার ফোনের সবচেয়ে বড় বাজার। এর কাছাকাছি রয়েছে বাংলাদেশ ও নাইজেরিয়া। আফ্রিকার বাজার নিয়ন্ত্রণ করছে চীনা ব্র্যান্ড আইটেল ও টেকনো। ভারতে ফিচার ফোনের বাজার প্রবৃদ্ধিতে সবচেয়ে বড় ভূমিকা রাখছে জিও ফোন।