মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৫ ১৪৩১   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিতি’র চলে যাওয়ার তিন বছর

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:২৫ পিএম, ২০ মার্চ ২০১৯ বুধবার

পারভীন সুলতানা দিতি। বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। সদা হাস্যোজ্জ্বল এই নায়িকা ২০১৬ সালের আজকের দিনে না ফেরার দেশে পাড়ি জমান। তাই দিনটি উপলক্ষে চলচ্চিত্র শিল্পী সমিতি বিশেষ দোয়ার আয়োজন করেছে।

চলচ্চিত্র শিল্পী সমিতি সাধারণ সম্পাদক জায়েদ খান জানান, দিতির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে আজ বাদ আসর দোয়া ও স্মরণ সভার আয়োজন করা হয়েছে। 

 

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে ১৯৬৫ সালের ৩১ জন্মগ্রহণ করেন এক সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী দিতি। মাত্র ৫০ বছর বয়সেই ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মারা যান।

দিতির চলচ্চিত্র যাত্রা শুরু হয় ১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে। তার অভিনীত প্রথম চলচ্চিত্র উদয়ন চৌধুরী পরিচালিত ‘ডাক দিয়ে যাই’। তবে ১৯৮৭ সালে ‘স্বামী-স্ত্রী’ চলচ্চিত্রে পার্শ্ব অভিনেত্রীর ভূমিকায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। 

দিতি অভিনীত উল্লেখ্যযোগ্য ছবির মধ্যে রয়েছে ভাই বন্ধু, উছিলা, লেডি ইন্সপেক্টর, খুনের বদলা, আজকের হাঙ্গামা, স্নেহের প্রতিদান, শেষ উপহার, চরম আঘাত, কালিয়া, স্বামী-স্ত্রী, মেঘের কোলে রোদ ও জোনাকির আলো, মাটির ঠিকানা। চলচ্চিত্রের পাশাপাশি দিতি বেশ কিছু নাটকেও অভিনয় করেছিলেন।