`বহিরাগত শক্তি এই শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে`
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:০১ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও মহাজোটের প্রার্থী একেএম শামীম ওসমান বলেছেন, ‘আমার নির্বাচনি এলাকায় পোস্টার ছেঁড়া তো দূরের কথা, একটি কটু কথা পর্যন্ত হয়নি। নারায়ণগঞ্জের বন্দরে বিএনপির মহাসচিব এসে গেছেন, সেখানে কোনও ঘটনা ঘটেনি। যা ঘটেছে তা হচ্ছে বিএনপির অভ্যন্তরীণ কোন্দালের বহিঃপ্রকাশ। নারায়ণগঞ্জের নির্বাচনের পরিবেশ সুষ্ঠু সুন্দর রয়েছে। কিন্তু বহিরাগত শক্তি এই শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে।’
শনিবার বিকালে নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের এডিবয়েল কারখানার সামনে উঠান বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘২০০১ সালের ১৬ জুন আওয়ামী লীগ অফিসে বোমা হামলা করে ২০ জনকে হত্যা করা হয়েছে। আমিসহ অনেকে আজীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। সেই শক্তি নারায়ণগঞ্জে আবারও সক্রিয় হয়ে উঠেছে বলে আমাদের কাছে তথ্য আছে।’
শামীম ওসমান বলেন, ‘বিএনপির কাঁধে বন্দুক রেখে বা বিএনপির সম্মতিতে নারায়ণগঞ্জ চার আসনকে বেছে নেওয়া হয়েছে কোনও কিছু ঘটানোর জন্য। নির্বাচনি এলাকায় যেভাবে লোকজন আসছে তারা বিএনপির কর্মী নয়। ২০০১ সালের যে শক্তি নারায়ণগঞ্জ আওয়ামী লীগ অফিসে বোমা হামলা করেছিল সেই শক্তিগুলো নারায়ণগঞ্জকে বেছে নিয়েছে।’