ডিবির অভিযানে গাড়ি চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:২১ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
চুরি হওয়ার ৬ মাস পর প্রাইভেটকার উদ্ধার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় চোর চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- সেলিম-উর জামান বাবুল, বিধান দাস, খতিব আলী, মো. আমিনুল ইসলাম মিয়া, হারুন, লিটন মিয়া ও মো. জাহাঙ্গীর মিয়া। তারা সবাই আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সদস্য। দেশের বিভিন্ন স্থান থেকে তারা গাড়ি চুরি করে থাকে।
ডিবির এসআই আরিফুল হোসেন জানান, শুক্রবার বিকালে রাজধানীর শাহজাহানপুর এলাকার রাব্বী কারে সামনে থেকে প্রাইভেটকারসহ একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ওসমানীগঞ্জ, নবীগঞ্জ মৌলভীবাজার সদর এলাকা থেকে আরো ছয়জনকে গ্রেপ্তার কারা হয়।
প্রসঙ্গত রূপগঞ্জ উপজেলায় ৩০০ ফিট রাস্তার পাশে নীলা মার্কেটের সামনে থেকে চলতি বছরের ২৭ জুন বিকালে একটি গাড়িটি চুরি হয়। পরে রূপগঞ্জ থানায় মো. জান্নাতুল নাইম বাদি হয়ে অজ্ঞাত নামা আসামি করে একটি মামলা দায়ের করেন।