আমরা সবাই মিলে একসাথে নারায়ণগঞ্জটাকে গড়তে চাই : শামীম ওসমান
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৩৫ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার
নির্বাচনের দিন ভোট কেন্দ্রে না যেতে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সরকার দলীয় প্রার্থী সাংসদ শামীম ওসমান।
শনিবার বিকেলে ফতুল্লার হরিহর পাড়া এলাকায় বিএনপির সাবেক সাংসদ মোহাম্মদ আলীর ব্যক্তিগত অফিসে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে শামীম ওসমান ওই আহবান জানান। তিনি বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দরকার হলে আমাকে ভোট দেয়ার দরকার নাই, অথবা আমাকে ভোট না দিয়া অন্য কোথাও থাইকা আসেন। যদি দুইটা গুলি হয় অথবা ১৬ জুনের মত বোমা ব্লাষ্ট হয় তাহলে আমার একার পক্ষে সেইফ করা সম্ভব হবে না।
শামীম ওসমান বলেন, আমরা সবাই একসাথে মিলে নারায়ণগঞ্জটাকে গড়তে চাই। কেউ আমার কাছ থেকে অশ্রদ্ধা পাবেন না। সবাই সমান শ্রদ্ধা ও অধিকার পাবেন। আমি শুধু দেখবো ভালো কে খারাপ কে। ভালো হলে আপনি আমার মাথার তাজ হয়ে থাকেন, কোন আপত্তি নাই। আওয়ামী লীগের সবাই যেমন ভালো না, তেমনি বিএনপিরও সবাই খারাপ না। আমি ভলো মানুষগওলোরে নিয়া কাজ করতে চাই। অনুষ্ঠিত এ সমাবেশে বিএনপির সাবেক সাংসদ মোহাম্মদ আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক এম শওকত আলী ও ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুল আলম সেন্টু প্রমুখ।