মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৫ ১৪৩১   ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

মিশন এক্সট্রিম দিয়ে মিশন শুরু ঐশীর 

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:১৯ পিএম, ২১ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২১০৮ চ্যাম্পিয়ন হয়ে সবার নজরে আসে জান্নাতুল ফেরদৌস ঐশী। এরপর বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে নিজের মেধা ও যোগত্যার দিয়ে জায়গা করে নেন সেরা ৩০ এ। এরপর দেশে ফিরে বেশ কিছু ফ্যাশন হাউজের ফটোশুটে অংশ নেন তিনি। তারপর কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজার গানের ভিডিওতে সিয়াম আহমেদের সঙ্গে মডেল হলেও ঐশীর অভিষেক হয় আদনান আল রাজীব পরিচালিত গ্রামীণফোনের বিজ্ঞাপনের মাধ্যমে। এবার মিশন এক্সট্রিম দিয়ে ঐশীর মিশসন বড় পর্দা। আজই প্রথম ক্যামেরার সামনে দাড়াবেন এই সুন্দরী। 

বুধবার রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে মিশন এক্সট্রিম ছবির শুটিং শুরু হয়েছে। প্রথম দিনের শুটিংয়ে অংশ নেন ছবির নায়ক আরেফিন শুভ। আজও উত্তরার বিভিন্ন লোকেশনে ছবিটির দৃশ্যধারণ করা হবে। চলবে আগামী ২৭ তারিখ পর্যন্ত। আজকের শুটিংয়ে অংশ নিবেন ঐশী। পর্যায় ক্রমে অনান্য তারকারাও অংশ নিবেন বলে জানান ছবির নির্মাতা ফয়সাল আহমেদ। 

প্রথমবার বড় পর্দায় কাজ করতে যাচ্ছেন ঐশী। শুটিংয়ে যাওয়ার আগে আজ সকালে তিনি বলেন, মিশন এক্সট্রিমের  গল্পে আত্মনির্ভরশীল এক কর্মজীবী নারীর চরিত্রে দেখা যাবে আমাকে । ঘটনাক্রমে পুলিশ বাহিনীর সঙ্গে যুক্ত হয়ে যাব। শুভ ভাইয়ার সঙ্গে সম্পর্ক হবে। নাচ, গান সবই করতে হবে আমাকে, নায়িকাদের যেমনটা করতে হয়।

তিনি আরো বলেন, আমি অভিনয় পারি না মোটেও। কয়েক দিন ধরে তারিক আনাম খান আমাদের গ্রুমিং করিয়েছেন । খুঁটিনাটি অনেক কিছুই শিখতে পেরছি। ছবিটিতে যারা অভিনয় করছেন প্রত্যেকেই অভিজ্ঞ, শুধু আমিই ছাড়া। চেষ্টা করবো নিজের সর্বোচ্চ দিয়ে চরিত্রটিকে ফুটিয়ে তুলতে। এজন্য সকলের কাছে দোয়া চাই। 

এদিকে, ঐশী আরো বেশ কিছু ছবিতে চুক্তি বদ্ধ হয়েছে এমন খবর শোনা যাচ্ছে। এ বিষয়ে ঐশী বলেন, প্রথম ছবিতে কী করবো এটা ভেবেই সময় পাচ্ছি না। তবে অনেকে নতুন ছবিতে কাজের কথা বলেছে, কিন্তু এই মুহুর্তে আমার পক্ষে সম্ভব না। প্রথম ছবিটি আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপাতত ঠিকঠাক মতো এই ছবির কাজটিই শেষ করতে চাই। 

মিশন এক্সট্রিম ছবির নায়ক চরিত্রে দেখা যাবে আরেফিন শুভকে। আর প্রধান নায়িকা হিসেবে কাজ করবেন ঐশী। এ ছবির নায়িকা হিসেবে আরো দেখা মিলবে অষ্ট্রেলিয়া প্রবাসী অভিনেত্রী সাদিয়া নাবিলাকে। সিনেমাটিতে তিনি পুলিশের স্পেশাল ফোর্সের একজন চৌকস অফিসারের ভূমিকায় অভিনয় করবেন। আর এর খল অভিনেতা হিসেবে অভিনয় করবেন তাসকিন আহমেদ। 

মিশন এক্সট্রিম সিনেমাটি মূলত একটি পুলিশ অ্যাকশন থ্রিলার যা সম্পূর্ণরূপে দেশীয় পটভূমির উপর ভিত্তি করে নির্মিত হতে যাচ্ছে। এই সিনেমাটির মাধ্যমে দর্শকরা পর্দায় দ্বিতীয় বারের মত একটি দেশীয়, মৌলিক এবং রোমাঞ্চকর থ্রিলার গল্প উপভোগ করবেন। ইতিপূর্বে (২০১৭ সালে) একই ধাঁচের প্রথম সিনেমা ‘ঢাকা অ্যাটাক’ মুক্তি পেয়েছিল যা ব্যাপকভাবে দর্শক নন্দিত হয়।
 
দু’টি ছবিরই কাহিনী লিখেছেন সানী সানোয়ার। মিশন এক্সট্রিম যৌথভাবে পরিচালনা করছেন ফয়সাল আহমেদ এবং সানী সানোয়ার। ১২ মার্চ ছবিটির টিজার ও পোস্টার প্রকাশ পেয়েছে। সেসময় জানানো হয়েছিল চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে মিশন এক্সট্রিম সিনেমার শুটিং শুরু হবে। সেই প্রেক্ষিতে গতকাল থেকে এ ছবির শুটিং শুরু হয়েছে।