শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৮ ১৪৩১   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:০০ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার

সংবাদ প্রকাশনা ও পরিবেশনার সঙ্গে জড়িত সব ধরনের গণমাধ্যমের সম্পাদকীয় নেতাদের নিয়ে এডিটরস গিল্ড, বাংলাদেশ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। সম্পাদকীয় প্রতিষ্ঠানের স্বাধীনতা ও মর্যাদা রক্ষা এবং সাংবাদিকতা পেশার উৎকর্ষ বাড়ানোর উদ্দেশে নতুন এ সংগঠন যাত্রা আরম্ভ করল।

শুক্রবার (২১ ডিসেম্বর) সম্পাদকীয় নেতাদের এক বৈঠকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে আহ্বায়ক করে সংগঠনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে- জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায় এবং গাজী টেলিভিশন ও সারাবাংলা ডটনেটের প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা।

আত্মপ্রকাশ হওয়া নতুন এ সংগঠনের আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, ডিবিসি টেলিভিশনের প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলাম, এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জ ই মামুন, এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহা, এশিয়ান এইজের এডিটোরিয়াল বোর্ডের চেয়ারম্যান শোয়েব চৌধুরী, বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।

সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তৌফিক ইমরোজ খালিদী বলেন, ‘সংবাদ প্রকাশনা শিল্পে যারা সম্পাদকীয় নেতৃত্ব দেন তাদের সংগঠন এটি। কাজেই এ সংগঠনের মূল কাজ হবে একটা কোড অব এথিকস অর্থাৎ নৈতিকতার মানদণ্ড নিয়ে একটি নীতিমালা তৈরি করা, যেটি এখন একেবারেই অনুপস্থিত। সংগঠনের আরেকটি কাজ হলো সম্পাদকীয় প্রতিষ্ঠানের মর্যাদা ও স্বাধীনতা রক্ষা করা এবং সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ বৃদ্ধির জন্য কাজ করা।’

সংগঠন গঠনের সঙ্গে যুক্তরা জানান, বিভিন্ন মাধ্যমে সংবাদ ব্যবস্থাপনায় যারা শীর্ষ পদে কাজ করছেন তাদের পাশাপাশি অভিজ্ঞ পেশাদার সাংবাদিকরা, যারা অতীতে বিভিন্ন প্রতিষ্ঠানে শীর্ষ পর্যায়ে সম্পাদকীয় নেতৃত্ব দিয়েছেন, তারাও এর সদস্য হতে পারবেন।