গণহত্যার দায় হাসিনা এড়াতে পারেন না
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ৩ আগস্ট ২০২৪

বাংলাদেশ সংকট নিয়ে প্রবাসীরা যা বলছেন
বাংলাদেশে সরকার বিরোধী আন্দোলন চলছে। সরকারি হিসেবেই ২ শত এর অধিক ছাত্র ও সাধারণ মানুষ এই আন্দোলনে নিহত হয়েছেন। যার অধিকাংশই সরকারি বাহিনীর হাতে। কোটা বিরোধী ইস্যু নিয়ে এই আন্দোলনের শুরু। কিন্তু এখন তা রূপ নিয়েছে সরকার বিরোধী আন্দোলনে। কারফিউ, মিলিটারি ও বিজিবি দিয়েও সরকার সামাল দিতে পারছে না। সারা দেশের মানুষ শঙ্কিত, উদ্বিগ্ন। প্রবাসেও দেশের ভবিষ্যৎ নিয়ে উৎকন্ঠিত বাংলাদেশিরা। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশিদের মুখোমুখি হয়েছিল সাপ্তাহিক আজকাল। কি ভাবছেন এই প্রবাসীরা? তাদেও কথা এখানে তুলে ধরা হলো।
এটর্নি মঈন চৌধুরী। কমিউনিটি একটিভিস্ট। কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ। আজকালকে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, বাংলাদেশে যা ঘটছে তা খুবই দুঃখজনক। র্নিবিচারে কাউকে গুলি করে হত্যা করার অধিকার কারো নেই। সরকারের প্রশ্রয়ে যা ঘটলো তা মেনে নেয়া যায় না। তবে আন্দোলনকারিরা সংহিসতায় না জড়ালেও পারতো। জনগণের সম্পদ নষ্ট করা সর্মথন যোগ্য নয়। কথা একটাই। বাংলাদেশ ভালো থাকুক। প্রবাসী হিসেবে এটাই প্রত্যাশা।
ড্রামের অন্যতম সংগঠক ও মানবাধিকার কর্মি কাজি ফৌজিয়া আজকালকে বলেন, সরকার প্রধান শেখ হাসিনা মানবতা লংঘনের চরমে পৌঁছে গেছেন। নিরীহ ছাত্রদের পাখির মতো গুলি করে হত্যার অপরাধে সরকার প্রধান হিসেবে শেখ হাসিনার আর্ন্তজাতিক ট্রাইবুনালে বিচার হওয়া উচিত। শতশত মানুষ হত্যার দায় তিনি এড়াতে পারেন না। আমরা বাংলাদেশে আন্দোলনকারি ক্ষতিগ্রস্থ ছাত্রছাত্রীদের সহায়তার জন্য ফান্ড পাঠানোর উদ্যোগ নিয়েছি।
আনিসুর রহমান ২০১৭ সালে আমেরিকায় এসেছেন। রাজনীতি সচেতন আনিস আজকালকে বলেন, শেখ হাসিনা সাবেক স্বৈরাচার এরশাদের চেয়েও জঘন্য। তাকে জনতার আদালতে একদিন আসতেই হবে। রাজপথের উত্তাপ তিনি বুঝতে ব্যর্থ হয়েছেন। বাংলার ১৮ কোটি মানুষ তার পতনের দৃশ্য দেখার অপেক্ষা করছেন।
আলমগীর সরকার জ্যামাইকায় বসবাস করেন ১০ বছরের বেশি সময় ধরে। তিনি বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে সাপ্তাহিক আজকালকে বলেন, ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনটি সরকার নিজেই ছড়িয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের উস্কানিতেই হয়েছে। কিশোর এবং তরুণদের গণহারে হত্যার পর এটি এখন আন্তর্জাতিক ইস্যু, মানবাধিকার লংঘন ইস্যুতে পরিণত হয়েছে। বিনা ভোটের সরকার শিক্ষার্থীদের অত্যন্ত ন্যায্য দাবিকে চরম অবহেলার সঙ্গে ডিল করেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যেদিন বলেছেন, ‘ছাত্রলীগ পাঠিয়েছি তারাই ঠিক করে দেবে।’ তারপর হেলমেটধারী ছাত্রলীগের হাতে শতশত শিক্ষার্থী বেদম প্রহারের শিকার হয়েছেন। শতশত তরুণ মেধাবী শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে। আমরা এই গণহত্যার দ্রুত বিচার দাবী করছি।
নাফিসা সৈয়দা নিউইয়র্কের একজন শিক্ষার্থী। তিনি কয়েকজন বন্ধুকে নিয়ে টাইমস স্কয়ারে পরপর দু’বার বিক্ষোভ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে এখন আলোচনায়। ‘সাপ্তাহিক আজকাল’কে তিনি তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, আমরা যখন দেখলাম বাংলাদেশে কোটা সংস্কারের প্রতিবাদ করায় অসংখ্য শিক্ষার্থী আর সাধারণ মানুষকে গণহারে হত্যা করা হচ্ছে তখন টাইমস স্কয়ারে বিক্ষোভ প্রতিবাদ করার পরিকল্পনা করি। এত হাজার হাজার মানুষের ভিড় হবে তা আমরা ভাবতেও পারিনি। তবে দেশের প্রতি তাদের ভালোবাসার প্রমাণ মিলেছে। শিক্ষার্থীদের হত্যার মতো ভয়াবহ অবস্থা সরকার কেন করলো আমরা তার জবাব চাই। সরকারের কোন ক্ষমা প্রার্থনা কি তাদের মূল্যবান জীবন ফিরিয়ে দিতে পারবে? সাধারণ শিক্ষার্থীরা কথা বলার জন্য এমন নির্মম হত্যার শিকার কেন হবেন তাই জানতে চাই আমরা।
শিক্ষা জীবন শেষ করে আইটির একজন দক্ষকর্মী হিসেবে কর্মরত আছেন মীর শওকত। তিনি মনে করেন, বাংলাদেশে ছাত্র আন্দোলনকে ঘিরে বাংলাদেশে ইতিহাসের জঘন্য বর্বর হত্যাকান্ড ঘটেছে। শিক্ষার্থীদের যেভাবে হত্যা করা হয়েছে সে সকল ভিডিওগুলো দেখলে রাতে কারো ঘুম হবে না। পুুলিশের বর্বরতা দেখে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। নিহত হয়েছে শতশত। আহত হয়েছে আরও বেশি। কেউ কেউ গুলিতে অন্ধত্ব বরণ করেছে। ২০২৪ সাল বাংলাদেশের ইতিহাসে এক জঘন্য নজির হিসেবে থাকলো। এমন ঘটনার জন্য আমরা প্রবাসীরা কোনভাবেই প্রস্তুত ছিলাম না।
পলাশ রহমান বাংলাদেশে গণহারে শিক্ষার্থী হত্যায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাপ্তাহিক আজকালের কাছে। তিনি বলেন, ফ্যাসিবাদের দোসররা বলছে, ভিডিও ফুটেজ দেখে নাশকতাকারীদের গ্রেপ্তার করা হচ্ছে। আসলে তা নয়। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতাদের ওয়ার্ডে ওয়ার্ডে তালিকা করার নির্দেশ দেওয়া হয়েছে বলে দেশ থেকে জানা গেছে। পুলিশ সেই তালিকা ধরে এলাকা ভিত্তিক রাতের বেলায় ব্লক রেইড দিচ্ছে। বাড়ি থেকে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তুলে নিয়ে যাচ্ছে। অমরা প্রবাসীরা এমন নির্মম গণহত্যাকান্ডে চরমভাবে উদ্বিগ্ন। জাতিসংঘের মাধ্যমে আমরা এই গত্যহত্যার তদন্ত ও বিচারের দাবি জানাচ্ছি।
সাইফুল ইসলাম পেশায় শিক্ষক। বাস করেন ব্রুকলিনে। তিনি আজকালকে বলেন,
দেশে যে কি বৈষম্য চলছে তা আন্দোলনের আগে অনেকে জানতোই না। কর্তৃতবাদী সরকার ছাত্রদের ন্যায্য দাবির প্রতি কর্ণপাতই না করে তার পেটুয়া বাহিনী ছাত্রলীগ, যুবলীগের পাশাপাশি জনগণের টাকায় পালিত সম্মিলতি বাহিনী দিয়ে ছাত্রদের বুকে নির্বিচার গুলি করল। কোন সভ্য দেশে এভাবে মানুষের বুকে গুলি করতে পারে না। কোন স্বাধীন দেশে এটা হতে পারে না। এমনকি হত্যাযজ্ঞের তথ্য চাপা দিতে ইন্টারনেট বন্ধ করে দেয়, মিডিয়াও নিয়ন্ত্রণে নেয়। যে সেনাবাহিনী বিদেশে শান্তি রক্ষা কওে, তারাই কারফিউর সময়ও নিজের দেশে হত্যাযজ্ঞ চালায়। সংবাদ মাধ্যমই বলছে প্রায় আড়াইশ জনকে হত্যা করা হয়েছে। প্রকৃত সংখ্যা এর কয়েকগুণ হওয়ার আশংকাও রয়েছে। আহত হয়েছে কয়েক হাজার। দুই লাখের বেশি মানুষের নামে অজ্ঞাতনামা মামলা করা হয়েছে। তবে সীমাহীন অত্যাচার, নিপিড়ন, হত্যাযজ্ঞের পরও ছাত্র-জনতা আন্দোলনে অবিচল। তাদের কাতারে পেশাজীবি ও সাধারণ মানুষও সামিল হয়েছে। ইতিহাস বলে, জালিম যতই শক্তিশালী হোক না কেন, তা শেষ আছে, অন্যায়কারীরও পতন আছে। ছাত্র জনতার এই অকুতোভয় প্রতিরোধ একদিন সকল অন্যায়ের বিচারের পথ সুগম করবে ইনশাআল্লাহ।
মুরাদ হোসাইন পেশায় সাংবাদিক। নিউইয়র্কের জামাইকায় তার বাস। বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার রাষ্ট্রীয় ক্ষমতার মসনদে থাকার লিপ্সায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপর গণহত্যার পথ বেছে নিয়েছে। সরকারের নিয়ন্ত্রিত বাহিনী দিয়ে জনগণের ট্যাক্সের টাকায় কেনা বুলেটই সাধারণ মানুষের বুক লক্ষ্য করে মারা হচ্ছে। যদিও সহিংসতার জন্য সরকার জামায়াত-বিএনপি-শিক্ষার্থীদের দায়ী করছে। এর দুটি দিন আছে। এক, গণহত্যাকে বৈধতা দেয়া; দুই, জনগণের সিমপ্যাথি অর্জন। দ্বিতীয় লক্ষ্যটাকে আমি নিষ্পাপ বলব। এটা ডুবন্ত তরী রক্ষার চেষ্টা। গলাবাজির মাধ্যমে নিজেকে রক্ষার চেষ্টা, যাতে মানুষকে বিভ্রান্ত করা যায়, তবে মানুষের দায়িত্ব বিভ্রান্ত না হওয়া। নানা কৌশলে সরকার এই আন্দোলনকে দমানোর চেষ্টা করলেও মানুষ স্বৈরাচারী এই সরকারের পতনে সোচ্চার। হয়তো খুব শিগগিরই রোমানিয়া বা শ্রীলংকার মত আরেকটি গণঅভ্যুত্থান বিশ্ববাসী দেখতে পাবেন। এর মাধ্যমে নতুন করে আরেকটি স্বাধীনতা অর্জন করবে বাংলাদেশ বলে আমি মনে করি।
রাজিয়া মলি -চাকুরীজীবি। প্রবাসী এই বাংলাদেশি ভার্জিনিয়ায় বসবাস করেন। তিনি আজকালকে বলেন, বাংলাদেশে ছাত্রদের সঙ্গে যা হচ্ছে, তা আর নিতে পারছি না। ছোট ছোট বাচ্চাদের হত্যা করা হচ্ছে। রাস্তায়, বারান্দায়, ঘরে বাবা-মার কোলে কোথাও কেউ নিরাপদ না, বুলেট এসে যে কারো প্রাণ কেড়ে নিতে পারে। ১৯৫২ সালে, ১৯৭১ সালের দেশের যে অবস্থা ছিল, এবারের নির্মমতা যেন তাকেও ছাড়িয়ে যাচ্ছে। পাকিস্তানিরাতো না হয় পর ছিল তারা মেরেছে। আমরা নিজেদের দেশের লোকের হাতেই মার খাচ্ছি। তাই প্রশ্ন জাগে তারা আমাদের নিজেদের লোক তো? সাধারণ একটা বিষয় যেখানে এক কথায় সমাধান করা যেত, সেখানে ক্ষমতার দম্ভে দুই শতাধিক মানুষের প্রাণ নিল। কারণ যাদের হাতে ছাত্রসহ নিরপরাধীর রক্ত লেগেছে তারা আর যাই হোক মানুষ না। কিন্তু আমরা এ ছাত্র-জনতা খুনের বিচার। সরকার খুনি তারা কিভাবে খুনের বিচার করবে। তাই এখন একটাই বিষয় উঠে আসছে এ সরকারের পতন ছাড়া অন্য কোন বিকল্প নেই।
অপূর্ব বাবু-চাকরীজীবি। ব্রংকসের বাসিন্দা। তিনি আজকালকে বলেন, যে কোন সভ্য ও গণতান্ত্রিক দেশে ছাত্ররা আন্দোলন করতেই পারে, জনগন আন্দোলন করতেই পারে। তা হিংষ ভাবে মোকাবেলা করা উচিত না। দাবি ন্যায্য হলে সরকার মেনে নেবে, না হলে আলোচনা চলবে। ছাত্রদের আন্দোলনও ন্যায্য ছিল বলেও সরকার মেনে নিয়েছে। কিন্তু এর মধ্যেই সরকার পুলিশসহ সব বাহিনী দিয়ে তাযে ভাবে দমন করেছে, যেভাবে মানুষ খুন হয়েছে তা মেনে নেওয়া যা না। তবে আন্দোলনের সময় যে ভাঙচুর হয়েছে তাও কাম্য নয়। কারণ, মানুষ ও বিভিন্ন স্থাপনা সবই এ দেশের। ক্ষতি দেশেরই। যা ক্ষতি হয়েছে তাতো আর ফিরিয়ে আনা যাবে না। তবে সামনে যেন আর কোন সংঘাত না হয়, প্রাণ না যায়, ধ্বংস না দেখতে হয়, এটাই চাই।

- মহাবিপদে রপ্তানি খাত
- যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে শুল্ক ইস্যুর সমাধান করা হবে
- আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা
- বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র
- গরমে স্বস্তি দেবে অ্যালোভেরার জুস, আরো যে উপকার
- সাইকেল নিয়ে অন্নপূর্ণা জয় করলেন বাংলাদেশের মিলন
- এমিলিয়া ক্লার্ক ভারতীয়!
- ঈদ শেষে ফিরতি যাত্রায়ও স্বস্তি, এখনো ঢাকা ছাড়ছে মানুষ
- ‘ইউনূস স্যার সততা আর নিষ্ঠার স্বাদ দিয়েছেন মানুষকে’
- বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান ড. ইউনূস
- নেতানিয়াহু প্রবেশ করা মাত্র গ্রেপ্তার করুন: এইচআরডব্লিউ
- লন্ডনে খালেদা জিয়ার ‘পূর্ণাঙ্গ’ স্বাস্থ্য পরীক্ষা শুরু
- মিয়ানমারে যুদ্ধবিরতি ঘোষণা জান্তা সরকারের
- ড. ইউনূসের প্রতিনিধিকে মার্কিন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন
- লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার
- ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন
- ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত
- ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম
- নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে
- কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা!
- ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন
- সাবেক দুই স্ত্রীকে খুশি করতে যা করলেন শাকিব
- মাকে নিয়ে পার্কে ঘুরলেন তারেক রহমান
- ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন
- মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা
- দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো
- বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত, ইমাম থাকবেন যারা
- রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২, আহত ৩৫
- ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে বাংলাদেশিসহ লাখো বিদেশির স্বপ্ন ভঙ
- বছর ঘুরে আজ খুশির ঈদবছর ঘুরে আজ খুশির ঈদ
- আজকের সংখ্যা ৮৪৪
- এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে
- রমজানে আরটিভি’র আলোকিত কোরআন প্রতিযোগিতা
- আজকের সংখ্যা আজকাল ৮৩৬
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- বাংলাদেশ এখন অরাজকতার আগ্নেয়গিরি
- কোষ্ঠকাঠিন্য দূর করার সাতটি সহজ উপায়
- চট্রগাম সমিতির নবনির্বাচিতদের শপথ গ্রহন
- স্ত্রীর উপার্জন দিয়ে সংসার চালানো প্রসঙ্গে ইসলাম কী বলে
- টেক্সট মেসেজ নিয়ে এফবিআই’র সতর্কতা
- আজকাল ৮৫২ তম সংখ্যা
- লাখ টাকা কমছে হজের খরচ
- ৬ মেডিকেল কলেজের নতুন নামকরণ
- নাসার রিসাইকেল চ্যালেঞ্জে অংশ নিয়ে দেড় কোটি ডলার জেতার সুযোগ
- লেবানন যুদ্ধে ঝুঁকিতে প্রবাসী বাংলাদেশিরা
- ভারত-বাংলাদেশ সম্পর্কঃ তালি বাজাতে দুই হাত লাগে
- আজকের সংখ্যা আজকাল ৮৩৭
- ‘আজকাল’-৮৪৮ সংখ্যা
- আজকাল সংখ্যা ৮৫১
- ‘আজকাল’ - ৮৪০সংখ্যা

- পঞ্চম-অষ্টমের সমাপনীর ফল ২৪ ডিসেম্বর
- ঢাবিতে আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি
- আন্তর্জাতিক ফোরামে সিকৃবির শিক্ষার্থী
- তারুণ্যের বিজয় ভাবনা
- আজকের সংখ্যা ৮৪৪
- কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত
- এক যুগে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ
- নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
- জ্যাকসন হাইটসের বাঙালি আড্ডা
- বাংলাদেশ থেকে কর্মী নেবে মলদোভা
- কুবির বাংলা বিভাগে পিঠা পার্বণের আয়োজন
- এক ছাতার নিচে আসছে মাধ্যমিকের উপবৃত্তি
- ইবি শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- দেশে আয় পাঠাতে প্রবাসীদের জন্য দারুণ সুযোগ
- ফরিদপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা আটক