শনিবার   ০২ নভেম্বর ২০২৪   কার্তিক ১৭ ১৪৩১   ২৯ রবিউস সানি ১৪৪৬

সর্বশেষ:
যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম

চট্রগ্রাম সমিতির সভাপতি তাহের ও সম্পাদক আরিফ

আজকাল রিপোর্ট -

প্রকাশিত: ২ নভেম্বর ২০২৪  

মাকসুদের ফলাফল প্রত্যাখান

 
চট্টগ্রাম সমিতির নির্বাচনে গত ২৫ অক্টোবর রাতে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে। সভাপতি পদে তাহেরের প্রাপ্ত ভোট ১০৩০। মাকসুদের ১০২৮। সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জিতেছেন ২৯ ভোটের ব্যবধানে।  গত ২০ অক্টোবর প্রাথমিকভাবে ইলেকট্রনিক গণনায় ফলাফল দেয় কমিশন। এতে সভাপতি পদে মাকসুদুল হক চৌধুরী ২ ভোটের ব্যবধানে আবু তাহেরের চেয়ে এগিয়ে থাকেন। কিন্তু নির্বাচন কমিশন জানায়, ৬টি চ্যালেঞ্জ ভোট থাকায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করা সম্ভব হয়নি। আমরা ভোটগুলো যাচাই বাছাই করে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবো। কিন্তু মাকসুদ চৌধুরী চ্যালেঞ্জ ভোটকে প্রত্যাখান করে ইলেকট্রনিক ভোটকে আমলে নিয়ে নিজেকে সভাপতি পদে বিজয়ী ঘোষণা করেন। গত সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি নিজেকে নির্বাচিত সভাপতি দাবি করেন।
২৫ অক্টোবর ঐ ৬ ভোটকে বৈধ গণ্য করে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে। এতে ২ ভোটে জয়ী হন আবু তাহের। এ ঘোষণায় ক্ষোভে ফেটে পড়েন মাকসুদ এইচ চৌধুরী। তিনি ফলাফল প্রত্যাখান করে সোশাল মিডিয়ায় ভিডিও লাইভে এসে বলেন, ‘নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট। তারা ষড়যন্ত্র করে আমাকে হারিয়ে দিল। এ ফলাফল মানি না। নির্বাচন কমিশন রাতের অন্ধকারের চমক দেখালো। এটি একটি সাজানো ফলাফল। চট্রগ্রামবাসীকে সাথে নিয়ে এ অন্যায়ের প্রতিবাদ করবো।’
তিনি বলেন, প্রবাসের বৃহত্তম সংগঠন চট্টগ্রাম সমিতি আবারো কিছু গ্রাম্য মোড়লের ছোবলে পড়েছে। এই ছোবল থেকে রক্ষা করতে হলে সকল প্রবাসীদের সহযোগিতা দরকার। নির্বাচনে আমি সভাপতি নির্বাচিত হয়েছি কিন্তু নির্বাচনের ৬ দিনের মাথায় নির্বাচন কমিশন সম্পূর্ণ অন্যায়ভাবে নির্বাচনের দিন ঘোষিত ফলাফল পরিবর্তন করে গোপন জায়গায় বসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একতরফা একটি ফলাফল ঘোষণা করেছে। এই ফলাফলে আমাকে ২ ভোটে বিজিত ঘোষনা করা হয়েছে তা সম্পূর্ণ বেআইনি, অনৈতিক, গঠনতন্ত্র পরিপন্থি এবং সংগঠনের জন্য বিপদ জনক।
তিনি এক বিবৃতিতে বলেন, কেন আমি এই ফলাফল প্রত্যাখ্যান করেছি তার কিছু কারণ নি¤েœ উল্ল্যেখ করলাম।
১) নির্বাচনের পূর্বে নির্বাচন কমিশন একটি নির্বাচনী বিধিমালা (লিখিত) ঘোষণা করেছিল, সে বিধিমালায় পরিষ্কার করে লেখা আছে ভোট দিতে হলে ভোটারদেরকে তাদের আইডি হাতে রাখতে হবে ( নির্বাচনের দিনের বিধিমালা নাম্বার ৩(এ)।
২) উক্ত বিধিমালা নিউ ইয়র্কের সব কয়টি কেন্দ্রে পুরোপুরি মানা হলেও পেনসেনভেনিয়াতে মোটেও মানা হয়নি যা ইতিপূর্বে আমি সংবাদ সম্মেলনে বলেছি।
৩) নির্বাচন কমিশনের ভাষ্য অনুযায়ী রিয়েল আইডি এবং ভার্চ্যুয়াল আইডি একই মান, যদিও নির্বাচন কমিশন আমাকে মৌখিক ভাবে বলেছিল কোন ভার্চ্যুয়াল আইডি হবে না, তারপরও তর্কের খাতিরে যদি ধরেও নিই তাদের কথা সঠিক তাহলে যারা ভার্চ্যুয়াল আইডি দিয়ে ভোট প্রদান করেছে সে সকল ভোট চেলেঞ্জ ভোট হিসেবে গ্রহণ করা হলো কেন? আসলেই কি তারা ভারচ্যুয়াল আইডি প্রদর্শন করেছিল?
৪) নির্বাচন কমিশনের ঘোষিত এবং প্রকাশিত নির্বাচনী বিধিমালায় কোথাও চেলেঞ্জ ভোট নেয়ার কথা বা চেলেঞ্জ ভোটের কারন ব্যাখ্যা করা হয়নি!
৫) নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী ৬ টি চ্যালেঞ্জ ভোট গ্রহণের কথা বলা হয়েছে কিন্তু ফলাফল ঘোষণায় চারটি ভোটের হিসাব দেখা গেলেও বাকি দুটি ভোটের কোন তথ্য কাউকে জানায়নি !
৬) ঘোষিত বিতর্কিত চ্যালেঞ্জ ভোট আমার কোন প্রতিনিধি ছাড়া কিভাবে গণনা করা হলো ?
৬) পৃথিবীর ইতিহাসে এই প্রথম নির্বাচন কমিশন কোন ভোটারের বাসায় গিয়ে স্বাক্ষর সংগ্রহের কোন নজির আছে কি না?
৭)  রোববার নির্বাচন শেষ হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে আমাদের অভিযোগ কমিশন বরাবর এবং তাদের ভাড়া করা নির্বাচনী কোম্পানীকে অফিসিয়ালী জানালেও আজ পর্যন্ত তার কোন উত্তর নির্বাচন কমিশন আমাদেরকে দেয়ার প্রয়োজন মনে করেনি! তথাকথিত চূড়াান্ত ফলাফল ঘোষণার পর উক্ত ফলাফল প্রত্যখ্যান করে নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন কমিটির বরাবর চিঠি দিয়েছে যেখানে সংগঠনের সকল ধারা উপ-ধারা উল্ল্যেখ করা হয়েছে ।
৮) নির্বাচন কমিশনকে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন কমিটি যেখানে চারটি ভোটের ফেইক কারণে পুরো নির্বাচনের ফলাফল প্রশ্নবিদ্য। সে চারটি ভোট তদন্তে অথবা ঐ চারটি ভোটের বিষয়ে অন্তর্বর্তীকালীন কমিটির থেকেও কোন রকম পরামর্শ বা সহযোগিতা না নিয়ে নির্বাচন কমিশন নিজেদেরকে বিতর্কিত করেছেন।
৯) অন্তর্বর্তীকালীন কমিটির স্বাক্ষর করে দেয়া ভোটার তালিকার বাইরে আরো দুজন ভোটারকে ভোটার তালিকায় কিভাবে অন্তর্ভুক্তি করল নির্বাচন কমিশন ?
১০) কোন স্কুল আইডি দিয়ে ভোট দিতে পারবে না বললেও ব্রুকলীন কেন্দ্রে কি করে স্কুল আইডি দিয়ে ভোট নেয়া হলো ?
১১) চট্টগ্রাম সমিতির নিজস্ব অফিস থাকা সত্বেও কাউকে না জানিয়ে এমনকি কোন মিডিয়াকেও না জানিয়ে এত বড় গুরুত্বপূর্ণ সেনসেটিভ একটি ভোটের ফলাফল গোপন জায়গা থেকে ফেইজবুকের মাধ্যমে কেন ঘোষণা করা হলো? এ ছাড়া ও আরো অনেক অনিয়ম নির্বাচন কমিশন করেছে। যা সময় মতো বলা হবে।
প্রবাসের সকল চট্টগ্রামবাসী এবং অন্যান্য অঞ্চলের সংগঠনসমূহের নেতৃবৃন্দ, নির্বাচন কমিশন (বাংলাদেশ সোসাইটিসহ) ও সমাজের বিশেষজ্ঞদের কাছে আমার অনুরোধ, যদি আমাদের নির্বাচন কমিশন উপরের সকল প্রশ্ন সমূহের সন্তোষজনক উত্তর দিতে পারে, তাহলে আপনারা যে সিদ্ধান্ত দিবেন আমি তা মাথা পেতে নেব। গত ২০ তারিখ রাত ১১ টায় নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ফলাফল অনুযায়ী চট্রগ্রামবাসীর ভোটে আমি চট্টগ্রাম সমিতির নির্বাচিত সভাপতি। সুতরাং সকলের প্রতি বিনীত অনুরোধ চট্টগ্রাম সমিতিকে আর বাজারে তুলবেন না। আসুন সবাই বসে সমস্যার সমাধান করি! অন্যথায় সংগঠনের ক্ষতির জন্য সংশ্লিষ্ট সকলেই দায়ী থাকবেন।
২০ অক্টোবর ব্রুকলিন, জামাইকা, স্টাম্পফোর্ড (কানেকটিকাট) ও ফিলাডেলফিয়ার কেন্দ্রে ভোট অনষ্ঠিত হয়। এতে প্রায় ২ হাজার চট্রগ্রামবাসী ভোটাধিকার প্রয়োগ করেন। ১৯টি পদের বিপরীতে সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক আরিফসহ ৯টি পদে তাহের আরিফ প্যানেল জয়লাভ করে। সিনিয়র সহসভাপতি মুক্তাদির বিল্লাল সহ ১০টি পদে জয়লাভ করে মাকসুদ মাসুদ প্যানেলের প্রার্থীরা। মাকসুদ মাসুদ প্যানেলের বিজয়ী প্রার্থীরা হলেন মুক্তাদির বিল্লাহ (সিনিয়র সহ সভাপতি) , আলী আকবর (সহসভাপতি), আইয়ুব আনসারি (সহসভাপতি), ইকবাল হোসেন ভূইয়া (যুগ্ম সাধারণ সম্পাদক), হারুন মিয়া (সহসাধারণ সম্পাদক), মোহাম্মদ ফরহাদ (সাংগঠনিক সম্পাদক), আকতারুল আলম (সমাজকল্যাণ সম্পাদক), নুরুস সোফা (কার্যকরি কমিটি সদস্য), মোহাম্মদ শাহ আলম (কার্যকরি সদস্য) ও শওকত আলী (কার্যকরি সদস্য)।
তাহের আরিফ পরিষদের অন্যান্য পদে বিজয়ীরা হলেন শফিকুল আলম ( কোষাধ্যক্ষ), নুরুল আমিন (সহ কোষাধ্যক্ষ), অজয় প্রসাদ তালুকদার (দফতর সম্পাদক), ইমরুল কায়সার (সহ দফতর সম্পাদক), এনাম চৌধুরী (শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক), জাবেদ শফি ( প্রচার সম্পাদক) ও মোহাম্মদ ঈশা (ক্রিড়া সম্পাদক)।
মোট ৪টি ভোট কেন্দ্রের মধ্যে মাকসুদ মাসুদ প্যানেল স্ট্যাম্পফোর্ডে ৫০, জামাইকায় ৩০ ও ব্রুকলিনে ২৭ ভোটের ব্যবধানে এগিয়ে ছিল। তাহের আরিফ প্যানেল ফিলাডেলফিয়া কেন্দ্রে ১২০ ভোটের ব্যবধানে বিজয়ী হয়।
এই নির্বাচনে সভাপতি পদপ্রার্থী আবু তাহের নিজের ভোটটি দিতে পারেন নি। তিনি পেনসিলভানিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত শুক্রবার রাতে চট্রগ্রাম সমিতির নেতারা হাসপাতালে গিয়ে ফুল দিয়ে অভিনন্দন জানান। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এ নির্বাচনে ১ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন কোষাধ্যক্ষ শফিকুল আলম ও দফতর সম্পাদক অজয় প্রসাদ তালুকদার।

 

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর