পেপারফ্লাই এর উড়াল শেষ
প্রকাশিত: ১ অক্টোবর ২০২৩
ব্যবসার পরিবেশে তীব্র প্রতিযোগিতার মধ্যে ই-কমার্স প্ল্যাটফর্মগুলোকে থার্ড পার্টি লজিস্টিকস (টিপিএল) সেবা প্রদানকারী প্রতিষ্ঠান- পেপারফ্লাই গত সপ্তাহে তাদের কার্যক্রম বন্ধ করেছে। এমনটা না ঘটলে, প্রতিষ্ঠানটি হতে পারতো দেশজুড়ে গ্রাহকের দ্বারপ্রান্তে সেবা পৌঁছে দেওয়ার এক অগ্রদূত।
আকস্মিক এ ঘটনায় প্রায় ২,০০০ কর্মী বেকার হয়েছেন।
বিদেশি বিনিয়োগকারীদের থেকে প্রতিশ্রুত তহবিল না পাওয়া, এবং ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান- সিভিসি ফাইন্যান্সের কাছে তাদের তহবিল আটকে থাকার ঘটনাকে এজন্য দায়ী করেছে কোম্পানিটি।
কিন্তু, দুঃখজনক এ পরিণতির আরও অনেক কারণ আছে। পেপারফ্লাই- এর পতনের নেপথ্য দৃশ্যপট অনুসন্ধানে দেখা গেছে, অনাকাঙ্ক্ষিত বেশকিছু ঘটনার এক চক্রই রয়েছে এ পতনের মূলে।
কোম্পানিটি জানায়, 'বোর্ডের সাথে আলোচনার ফলাফলের ওপর ভিত্তি করে' প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশের ই-কমার্স অ্যাসোসিয়েশনের (ই-ক্যাব) ভাইস প্রেসিডেন্ট এম শাহাব উদ্দিন বলেন, 'তহবিল সংকটে পেপারফ্লাই যদি কার্যক্রম চালাতে না পারে, তাহলে দেশে এ শিল্পের জন্য সেটি হৃদয়বিদারক ঘটনা হবে। দেশের ই-কমার্স ইকোসিস্টেমের অপরিহার্য চাহিদা– লাস্ট মাইল ডেলিভারি (গ্রাহকের দ্বারপ্রান্তে পণ্য সরবরাহের সেবা)। পেপারফ্লাই এর মতো প্রতিষ্ঠান যা জোরালো করতে অবদান রেখেছে।' প্রতিষ্ঠানটি 'কমপ্ল্যায়েন্ট ভাবেই' বিকশিত হচ্ছিল বলেও মন্তব্য করেন তিনি।
উত্থান ও পতন
২০১৬ সালে স্থানীয় চার উদ্যোক্তা প্রতিষ্ঠা করেন পেপারফ্লাই। ২০২১ সালে ভারতের টিপিএল ব্যবসার জায়ান্ট ইকম এক্সপ্রেস থেকে ১০০ কোটি টাকা শেয়ার বিনিয়োগ পাওয়ার পরে পেপারফ্লাই গ্রাহক পর্যায়ে বিতরণ ও সংগ্রহ (পিকআপ সার্ভিস)- উভয় ধরনের সেবা প্রদানের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ করে।
কুরিয়ার সার্ভিসকে স্মার্ট লজিস্টিকসে রূপান্তরের এই যাত্রায় ২০২২ সালের এপ্রিলে আরও ১০২ কোটি টাকা পাওয়ার প্রতিশ্রুতি পায় তারা। কিন্তু, এরমধ্যে বৈশ্বিক বিনিয়োগের পরিবেশে ব্যাপক পরিবর্তন আসার পর– তা আর রক্ষা করা হয়নি।
এদিকে আসন্ন এই অর্থপ্রাপ্তির ওপর আস্থা রেখে পেপারফ্লাই ২০০-র বেশি সরবরাহ কেন্দ্র গড়ে তোলার মাধ্যমে তাদের পরিধি বিস্তার করে। নিয়োগ দেয় ২ হাজারের বেশি কর্মীকে। এক্ষেত্রে তারা উদ্যোক্তা-বিনিয়োগকারীদের সমর্থনপুষ্ট স্মার্ট লজিস্টিকস ফার্ম- রেডএক্সের সাথে ব্যাপক প্রতিযোগিতার মুখে পড়ে।
দারাজ- এর মতো বড় ই-কমার্স প্ল্যাটফর্মগুলোর সেবাদাতা রেডএক্স। বাজারের এই অংশ নিয়ে তাদের সাথে প্রতিযোগিতা করতে হয়েছে পেপারফ্লাইকে।
মহামারিকালে যখন বিশ্বব্যাপী সুদহার কম ছিল, তহবিল পাওয়া ছিল সস্তা, তখন বিনিয়োগকারীরা যেকোনো মুল্যেই হোক নব-উদ্যোগগুলো যেন ব্যবসা সম্প্রসারণ করে- সেদিকে জোর দিয়েছিল। কিন্তু, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পরে বৈশ্বিক মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার ঘটনা এবং সুদহার নতুন উচ্চতা লাভ করায়– তারা এখন প্রযুক্তি-ভিত্তিক স্টার্টআপের ওপর বাজি ধরার বিষয়ে সর্তক হয়েছেন। পুঁজি বিনিয়োগের ক্ষেত্রে সংরক্ষণবাদী মনোভাবই দেখা যাচ্ছে।
মহাখালীর এসকেএস টাওয়ারে ছিল পেপারফ্লাইয়ের প্রধান কার্যালয়। বিনিয়োগ প্রবাহে এই মন্দ অবস্থায় চলতি বছরের শুরুতে এই অফিস তারা সরিয়ে নেয় নিকটবর্তী তাদের একটি ওয়্যারহাউজে। এভাবে খরচ কিছুটা কমলেও, তখনও তাদের প্রায় এক হাজার কর্মী ছিল, যাদের পেছনে প্রতিষ্ঠানের মাসিক ব্যয় হচ্ছিল ৭০ লাখ টাকা।
পেপারফ্লাই এর ৮০ শতাংশের মালিকানা রয়েছে ইকম এক্সপ্রেসের কাছে। ইকমের অভ্যন্তরীণরা জানান, ১০ কোটি টাকায় এই মালিকানা বিক্রির চেষ্টা করা হচ্ছিল।
এবিষয়ে মন্তব্য চেয়ে ইকম এক্সপ্রেসের সহ-প্রতিষ্ঠাতা টিএ কৃষ্ণান এবং চিফ প্রসেস অফিসার প্রশান্ত গাজিপুরের সাথে যোগাযোগ করে টিবিএস, কিন্তু তারা এতে সাড়া দেননি।
সিভিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশিদ মোল্লা টিবিএসকে জানান, তার ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে পেপারফ্লাই ১১ কোটি টাকার আমানত রেখেছিল। কেন্দ্রীয় ব্যাংকের মধ্যস্ততায় মাসিকভাবে এই আমানতের টাকা ফেরত দেওয়ার কথা হয়। এরমধ্যেই মোট আমানতের দুই-তৃতীয়াংশ দেওয়া হয়েছে।
সিভিসি ফাইন্যান্স এখন নিয়মিতভাবে মাসিক অর্থপ্রদান করছে বলেও যোগ করেন তিনি।
কিন্তু, এখানেই শেষ নয়। জালিয়াতির ঘটনায় বন্ধ হওয়া ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালি লজিস্টিক সেবার বিল বাবদ ৭ কোটি টাকার বেশি পরিশোধ করেনি। পেপারফ্লাই এই টাকা এখনও আদায় করতে পারেনি।
হিসাবের অতিরঞ্জন ও অতি-নির্ভরশীলতা
দেশে প্রযুক্তি খাতের একজন সুপরিচিত উদ্যোক্তা এ কে এম ফাহিম মাশরুর। তিনি ই-কমার্স প্ল্যাটফর্ম আজকেরডিল, লজিস্টিকস প্রতিষ্ঠান ডেলিভারি টাইগার এবং শীর্ষস্থানীয় চাকরির পোর্টাল বিডিজবসের প্রতিষ্ঠাতা। তার মতে, মহামারিকালে বাংলাদেশের ই-কমার্স বাজারে ব্যাপক স্ফীতি ঘটে, এর অন্যতম কারণ ছিল- এসময়ে দেশজুড়ে ইভ্যালি, ধামাকা, ই-অরেঞ্জ এবং আলেশা মার্টের মতো পঞ্জিস্কিম ভিত্তিক প্লাটফর্মের দৌরাত্ম্য বেড়ে যাওয়া। ফলে ২০২২ সালে এসেই এ প্রবৃদ্ধি আর থাকেনি।
একইসময় লজিস্টিকস শিল্প, ই-কমার্স খাতের আরও শক্তিশালী অবস্থা অনুমান করে, প্রকৃত চাহিদার চেয়েও অন্তত পাঁচগুণ বেশি সরবরাহ সক্ষমতা বাড়ায়। বাড়তি এই সক্ষমতার কারণে এ শিল্পে মূল্য কমানোর যুদ্ধ শুরু হয় বলেও জানান মাশরুর।
'বিদেশি অর্থায়নপুষ্ট লজিস্টিকস ফার্মগুলো সেবাপ্রদানের মূল্য ব্যাপকভাবে কমিয়ে বাজার দখলের খেলায় নামে; এই ধরণের আগ্রাসী মূল হ্রাসের সাথে টিকতে না পেরে তাদের অনেক প্রতিযোগীই কোণঠাসা হয়ে পড়ে'- যোগ করেন তিনি।
এই প্রতিযোগিতার ক্ষেত্রে কিছুটা সংরক্ষণমূলক অবস্থান ছিল পাঠাও ও স্টিডফাস্টের মতো লজিস্টিকস কোম্পানির। তারা রাজধানীর বাইরে পণ্য সরবরাহে ১২০-১৪০ টাকা চার্জ করতো, কিন্তু দারাজের মতো গ্রাহক ধরার লক্ষ্যে তাদের আগ্রাসী প্রতিযোগী পেপারফ্লাই ও রেডএক্স এর মতোন প্রতিষ্ঠান ডেলিভারি চার্জ ৭৫-৮০ টাকায় নামিয়ে আনে বলেও জানান তিনি।
এদিকে দারাজের নিজস্ব লজিস্টিকস বহরও বিশাল। তাদের রয়েছে হাজারেরও বেশি ভ্যান; এবং দিনে ৮০ থেকে এক লাখ ২০ হাজার অর্ডার ডেলিভারির সক্ষমতা। ফলে তাদের দর কষাকষির সক্ষমতাও অনেক বেশি। দারাজের ওপর অতি-নির্ভরশীলতা পেপারফ্লাইয়ের জন্য কাল হয়ে দাঁড়ায়– যখন চলতি বছরের শুরুতে উচ্চ মূল্যস্ফীতি এবং আমদানি বিধিনিষেধের ফলে ই-কমার্স খাতের শীর্ষ এ প্রতিষ্ঠানের ব্যবসাই মন্থর হয়ে পড়ে।
এছাড়া, গত বছরে জ্বালানি তেলের দাম বাড়ার পর, পণ্য ডেলিভারির খরচও বাড়ে। কিন্তু, লজিস্টিকস প্রতিষ্ঠানগুলো সে অনুযায়ী চার্জ বাড়াতে পারেনি, ফলে তাদের হাতে নগদ অর্থ কমতে থাকে বলেও জানান মাশরুর।
পেপারফ্লাই এর কুরিয়ার ও কার্গো শাখার সাবেক প্রধান আহসানুল হক মো. শামীম বলেন, 'এটা প্রোডাক্ট-মার্কেট ফিট (সঠিক বাজারে সঠিক পণ্য সরবরাহের) সমস্যাও ছিল। ফলে বাজারে টেকসই প্রভাব বিস্তার করতে না পারার ঝুঁকি থাকা সত্ত্বেও উচ্চকাঙ্খী প্রতিষ্ঠানটি এজন্য চড়া মূল্য দিয়েছে।
তিনি আরও বলেন, বেশিরভাগ ক্ষেত্রে পণ্যের পরিমাণ বেশি না থাকায় গ্রামীণ এলাকায় গ্রাহকের দ্বারে দ্বারে পণ্য পৌঁছানো আর্থিকভাবে লাভজনকও ছিল না।
এদিকে দেশের কুরিয়ার সার্ভিসগুলোর নির্দিষ্ট কিছু পণ্য সরবরাহের দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে। অথচ তাদের সাথে তাড়াহুড়ো করে প্রতিযোগিতায় নামে স্মার্ট লজিস্টিকস শিল্প। তাই মাঠ পর্যায়ে অব্যবস্থাপনার ফলে তাদের কাছে অনেক পণ্য নষ্ট হয়েছে। এজন্য তাদের ক্ষতিপূরণও দিতে হয়েছে ক্লায়েন্টদের'- বলছিলেন আহসানুল।
ই-ক্যাবের ভাইস প্রেসিডেন্ট শাহাব উদ্দিন বলেন, আগ্রাসী এসব প্রতিষ্ঠান ও তাদের বিনিয়োগকারীদের মিলিত প্রচেষ্টা হয়তো সফলই হতো, কিন্তু ইউক্রেন যুদ্ধের পর থেকেই পিছু হটেছেন বিনিয়োগকারীরা।
তবে দীর্ঘমেয়াদে বাংলাদেশে ই-কমার্স খাতের বাজার নিয়ে আশাবাদ ব্যক্ত করেন ই-ক্যাবের এই নেতা। বর্তমানে এই বাজারে দৈনিক অর্ডারের সংখ্যা আড়াই থেকে চার লাখ পর্যন্ত। -দ্য বিজনেস স্ট্যান্ডার্ড
অবশ্য প্রতিবেশী ভারতের তুলনায় তা খুবই কম। ২০২২ সালের চতুর্থ প্রান্তিকে ভারতে দিনে এক কোটির বেশি অর্ডার ডেলিভারি করা হয়েছে।
- ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনে নতুন কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বাঙালি সংস্কৃতির দেশি নাইট
- ইমিগ্রেশন নিয়ে আতংকিত না হবার পরামর্শ মঈন চৌধুরীর
- ঢাকা ক্লাব অব আমেরিকার অভিষেক আজ
- রমজানে আরটিভি’র আলোকিত কোরআন প্রতিযোগিতা
- ‘দরদ’ নিউইয়র্কে প্রশংসা কুড়িয়েছে
- ইসরাইলি প্রধানমন্ত্রীকে গ্রেফতারের পরোয়ানা
- সাইথ এশিয়ান আমেরিকান রিয়েলটর এসোসিয়েশন’র কমিটি গঠন
- মাহমুদ রেজা চৌধুরীর পুত্র তানজিরের ইন্তেকাল
- বাংলাদেশি দুই ভাইয়ের ১০০ মিলিয়ন ডলারের জালিয়াতি
- আগে আওয়ামী লীগের বিচার পরে নির্বাচন
- হাসিনার জোট নেতারা এখন কোথায়?
- অ্যাম্বাসেডর সাদিয়ার জীবন যেমন
- বাংলাদেশে মানবাধিকার সমুন্নত দেখতে চায় যুক্তরাষ্ট্র
- অবৈধদের বিতারনে ট্রাম্পের পরিকল্পনা
- সোসাইটির নতুন নেতৃত্বকে সংবর্ধনা কুমিল্লা সমিতির
- সেনাকুঞ্জে আলোচনার কেন্দ্রে খালেদা জিয়া
- ইউনূস সরকারকে অস্থির করার প্রকল্প
- আজকাল ৮৪৫ সংখ্যা
- ১১ মিল মালিকের সিন্ডিকেটে চালে অস্থিরতা
- ইসি গঠনে রাষ্ট্রপতির কাছে গেল ১০ জনের নাম
- সৌদি আরব যেভাবে হচ্ছে ‘পাপের রাজধানী’
- ট্রাম্পের দলের নেতাদের বাংলাদেশ সফরের আহ্বান প্রধান উপদেষ্টার
- বাংলাদেশ ব্যাংকে আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ বিজয়, বিএনপিপন্থীদের ধস
- ‘ফিলিস্তিনের পতন হলে ইরান, সৌদি ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট’
- পর্যটকদের সেন্টমার্টিন যেতে লাগবে ট্রাভেল পাস
- ‘একাত্তরে আমাদের কোনো ভুল যদি প্রমাণিত হয়, ক্ষমা চাইব’
- বিমান হামলার শঙ্কায় কিয়েভের শেল্টারগুলোতে উপচেপড়া ভিড়
- ‘সংঘর্ষ এড়াতে’ সিটি কলেজ সরিয়ে নেওয়ার দাবি ঢাকা কলেজ কর্তৃপক্ষের
- রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান থেকে পিছু হটল অন্তর্বর্তী সরকার
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- আজকের সংখ্যা ৮৪৪
- যে শর্তে ইসরাইলে হামলা বন্ধের ঘোষণা দিল হিজবুল্লাহ
- রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও তার পরামর্শক পর্ষদ
- আরব লীগের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে হিজবুল্লাহর নাম বাদ
- শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সীমিত করছে নিউইয়র্ক
- যে কারণে নিউ ইয়র্কে চাকরি ছেড়েছেন ৫ লাখ মানুষ
- আজকের সংখ্যা আজকাল ৮৩৬
- কাল পবিত্র হজ
ঈদ রোববার - নিউইয়র্কে বাংলাদেশি খুনের ঘটনায় ন্যায়বিচার নিয়ে সংশয়ে পরিবার
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে ‘বেঞ্চ ওয়ারেন্ট’
- নিপুণের পেছনে বড় শক্তি আছে: ডিপজল
- পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ
- মুত্তালিব বিশ্বাসকে সংবর্ধনা
- নিউইয়র্ক মাতালেন মমতাজ
- পর্তুগালে বাংলাদেশি প্রবাসীদের জন্য দুঃসংবাদ
- হজে যেতে পারেননি বহু প্রবাসী
- আজকের আজকাল সংখ্যা ৮৩১
- বিয়ে হলেও বিয়ের প্রিমিয়ার হবে না
- আনন্দ-বেদনায় কানাডা প্রবাসীদের ঈদ উদযাপন
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- কে কত বিলিয়নের মালিক?
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
- তরুণীর গোপনাঙ্গ কর্তন, ভারতে বাংলাদেশি নারীর কারাদণ্ড
- আফিমের নেশায় টিয়াপাখি : অতিষ্ঠ চাষিরা
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- কোন গোলাপের কী মানে?
- মাত্র ৯৬ টাকায় বিক্রি হচ্ছে বাগান বাড়ি!