সোমবার   ২৪ জুন ২০২৪   আষাঢ় ১০ ১৪৩১   ১৭ জ্বিলহজ্জ ১৪৪৫

সর্বশেষ:
সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
৪১

বাংলাদেশিদের ব্যক্তিগত তথ্য পাচার

হাসান মাহমুদ

প্রকাশিত: ১৫ জুন ২০২৪  


ঘটনায় জড়িত র‌্যাব, পুলিশ ও সাইবার ক্রাইমের অন্তত ৪ জন

বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রধারী হাজার হাজার নাগরিকের ব্যক্তিগত তথ্য চুরির এক চাঞ্চল্যকর ঘটনা উদ্ঘাটন করেছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)। এই অপরাধে জড়িত পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের একজন এসপি এবং র‌্যাবে কর্মরত আরেকজন এসপিসহ তাদের সহযোগীরা এখন আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল।
হাজার হাজার মানুষের এই অতি স্পর্শকাতর ব্যক্তিগত সব তথ্য চুরি হওয়ায় তারা এখন চরম নিরাপত্তা ঝুঁকিতে পড়েছেন। সাধারণ নাগরিকদের জাতীয় পরিচয়পত্রের এই সব ব্যক্তিগত তথ্য বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিপুল টাকার বিনিময়ে পাচার করা হয়েছে বলে জানা গেছে। প্রবাসে বসবাসকারী বাংলাদেশিরাও এই নিরাপত্তা ঝুঁকির বাইরে নন বলে মনে করা হচ্ছে।
এই অপরাধে অভিযুক্ত দুই এসপির মধ্যে একজন হচ্ছেন নারী। ন্যাশনাল ইনফরমেশন পোর্টালে ঢুকে বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র, ফোন কল এবং ব্যক্তিগত সংবেদনশীল বিভিন্ন তথ্য তারা গোপনে সংগ্রহ করেছেন এমন প্রমাণ পেয়েছে ‘এনটিএমসি’ কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে ফেসবুক গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে অর্থের বিনিময়ে ড্যাটা বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। এই অপরাধে তাদেরকে বরখাস্তসহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া এখন চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে।
তথ্য ফাঁস হওয়া বাংলাদেশি নাগরিকরা অনেক ধরনের সমস্যার ঝুঁকিতে পড়তে পারেন বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এই ঘটনার সত্যতা সম্পর্কে জানতে ১১ জুন, মঙ্গলবার র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ও এনটিএমসি’র বর্তমান ডিরেক্টর জেনারেল (ডিজি) মেজর জেনারেল জিয়াউল আহসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোনে জানিয়েছেন, ‘অভিযুক্তদের বিষয়ে এনটিএমসি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে লিখিতভাবে সব কিছু জানানো হয়েছে। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)-এর পর্যবেক্ষণে অভিযুক্তদের এই দুষ্কর্মের ঘটনা ধরা পড়েছে।’
উল্লেখ্য, ন্যাশনাল মনিটরিং সেন্টার (এনএমসি) নামে একটি প্রতিষ্ঠান ২০০৮ সালে ঢাকা ক্যান্টনমেন্টে ‘ডিজিএফআই’ ভবনে যাত্রা শুরু করে বর্তমানে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) নামে সরকারী বিভিন্ন সংস্থাকে গোয়েন্দা তথ্য সরবরাহ করে যাচ্ছে। তেমনই এক গোয়েন্দা নজরদারিতে তারা দেখতে পান যে, ন্যাশনাল ইনফরমেশন পোর্টাল (এনআইপি)-এ ঢুকে প্রচুর পরিমাণে বিভিন্ন ড্যাটা সংগ্রহ করেছেন পুলিশের অ্যান্টি টেররিজমে এবং র‌্যাবে কর্মরত এসপি পদমর্যাদার দুই কর্মকর্তা। ‘এনটিএমসি’ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন এবং প্রধানমন্ত্রীর সচিবালয়ের সাথে সংশ্লিষ্ট।
এনটিএমসির ডিরেক্টর জেনারেল মেজর জেনারেল জিয়াউল আহসান জানান, ‘সংবেদনশীল তথ্য সরিয়ে নেওয়ার প্রমাণ পাওয়া গেছে। কেউ এমনটা করলে সে সব ঘটনা জানার মতো যথেষ্ট প্রযুক্তিগত সক্ষমতা এনটিএমসি’র রয়েছে।’
সংশ্লিষ্ট আরেকটি সূত্র জানিয়েছে, অন লাইন মেসেজিং অ্যাপ টেলিগ্রামের বিভিন্ন গ্রুপ ও চ্যানেলের মাধ্যমে বাংলাদেশিদের ক্লাসিফাইড তথ্য বিক্রি করে দিয়েছেন পুলিশের ওই দুই কর্মকর্তা। বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, বিটিআরসি, এবং গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে ইলেকট্রনিক যোগাযোগ মনিটরিং করার দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে ‘এনটিএমসি’ কাজ করে থাকে।
সূত্র জানিয়েছে, অভিযুক্ত দুই কর্মকর্তা অস্বাভাবিক ড্যাটা সংগ্রহ করায় তাদের ওপর নজর রাখতে থাকে এনটিএমসি। তাতে দেখা যায়, পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) কর্মকর্তা পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন এবং র‌্যাব-এর কর্মকর্তা পুলিশ সুপার তারেক আমান বান্না বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অত্যন্ত গোপনীয় ও স্পর্শকাতর সব তথ্য সংগ্রহ করেছেন। নিজেদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে তারা জাতীয় সার্ভারে ঢুকে অস্বাভাবিক লগ ইন করছেন বলে দেখতে পায় এনটিএমসি। সেখান থেকে পরিচয়পত্রের তথ্য ও কল রেকর্ড চুরি করে অর্থের বিনিময়ে সেগুলি পাচারের ঘটনা ধরা পড়েছে।
পুুলিশের একটি সূত্রে জানা যায়, গত ২ মে এনটিএমসিকে লেখা এক চিঠিতে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) জানিয়েছে, প্রাথমিক তদন্তে তারা জানতে পেরেছেন যে, ‘সাইবার ক্রাইম উইংয়ের মৃত্যুঞ্জয় চন্দ্র রায় এবং অপারেশন উইংয়ের খায়রুল ইসলাম কল ডিটেল রেকর্ডসহ স্পর্শকাতর তথ্য বিক্রির সঙ্গে জড়িত। জিজ্ঞাসাবাদে তারা তা স্বীকারও করেছেন।’ বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র এনআইডির বিভিন্ন গোপনীয় তথ্য সংগ্রহ করার কারণে এনটিএমসি তাদের ওপর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। সরকারী বিভিন্ন সেবা এবং তদন্ত কাজে অন্যান্য কর্মকর্তাদের মতো পুলিশ কর্মকর্তারা নিজেদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ‘এনআইপি’র ওই পোর্টালে প্রবেশ করতে পারেন। এনআইপিতে বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র, ব্যক্তিগত তথ্য এবং কল ডিটেইল রেকর্ড (সিডিআর) সংরক্ষিত থাকে।
নিজের পাসওয়ার্ড দিয়ে সার্ভারে প্রবেশ করার পর অস্বাভাবিক পরিমাণ ড্যাটা সংগ্রহ করতেন অভিযুক্তরা।
উল্লেখ্য, জাতীয় ওই সার্ভারে ঢুকে সরকারী ৪২টি সংস্থার ৫ শতাধিক কর্মকর্তার কাজ করার অনুমতি রয়েছে। সেই সুযোগ ব্যবহার করেই সেখান থেকে তথ্য নিয়ে টাকার বিনিময়ে তা পাচার বা বিক্রি করার অপরাধে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর চারজনকে অভিযুক্ত করা হয়েছে।  
তথ্য পাচারের এই ভয়াবহ ঘটনা নিশ্চিত হবার পর এনআইপিতে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট ও র‌্যাব-৬ এর প্রবেশ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
এদিকে র‌্যাব থেকে জানানো হয়, পুলিশের ওই এসপিকে ক্লোজড করা হয়েছে এবং বিভাগীয় তদন্ত চলমান রয়েছে।
গত বছরের ৭ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রানসিসকো বেইজড টেক ক্রাঞ্জ থেকে জানানো হয়েছিল বাংলাদেশে সরকারী ওয়েবসাইট থেকে পাঁচ মিলিয়ন নাগরিকের তথ্য ফাঁস করে দিয়েছে একটি চক্র। ওই ঘটনায় বাংলাদেশ সরকারের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি দেয়া ছাড়া আর কোন পদক্ষেপ নেয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

 

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর