শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪   আশ্বিন ৫ ১৪৩১   ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম

ভোটার তালিকা নিয়ে সেলিম-আলী পরিষদের অভিযোগ

আজকাল রিপোর্ট -

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৪  

বাংলাদেশ সোসাইটির নির্বাচন

 
 
 
বাংলাদেশ সোসাইটির ভোটার তালিকা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছে সেলিম-আলী পরিষদ। এ ব্যাপারে তারা সোসাইটির কার্যকরী পরিষদের কাছে লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগপত্রে সেলিম-আলি পরিষদ থেকে বলা হয়,সোসাইটির পক্ষ থেকে ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর গত ১৮ জুলাই  তারা দেখতে পান প্রায় ৩০০ ভোটার অতিরিক্ত অর্ন্তভুক্ত করা হয়েছে। যা সোসাইটির গঠনতন্ত্র নিয়ম বর্হিভূত। কি ভাবে,কেন অসঙ্গতি এই ৩শত ভোটার তালিকায় আসলো ? সেই উত্তর চেয়ে অভিযোগপত্রটি দেয়া হয়।
গত ৩০ জুন ভোটার নিবন্ধনের শেষ দিন সভাপতি কর্তৃক চূড়ান্ত ভোটারের যে সংখ্যা জানানো হয়েছিল, যা পরে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়েছে, সেই সংখ্যার চাইতে ভোটার তালিকা প্রণয়নের মধ্যে এত পার্থক্য কীভাবে হলো, তা জানা প্রয়োজন। উল্লিখিত বিষয়ে ব্যাখ্যা চান তারা।
 এ ব্যাপারে সেলিম-আলী পরিষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,কার্যকরী পরিষদ আমাদে চিঠির কোন উত্তর এখ পর্যন্ত দেয় নাই। এ পরিস্থিতিতে আপনাদের সিদ্ধান্ত কি ? এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ আলী বলেন,আমরা নির্বাচন চাই এর পাশাপাশি তিনশত অতিরিক্ত ভোটারের সুরাহাও চাই।
তিনশত ভোটার দিয়ে নির্বাচন হলে যে ফলাফল হবে তা মানবেন ? তিনি বলেন, এ ব্যাপারে এখনও আমাদের কোন সিদ্ধান্ত হয়। নাই,আমরা চিঠির উত্তরের অপেক্ষায় আছি,তারপর সিদ্ধান্ত নেব।
এদিকে সোসাইটির নির্বাচন যতই এগিয়ে আসছে,সেলিম-আলী পরিষদের নির্বাচনী প্রচারণা ততই বেগবান হচ্ছে। নিউইয়র্কের ৫টি বরোতে তারা প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বাঙালি অধ্যুষিত বিভিন্ন এলাকায় সেলিম-আলীম পরিষদ পরিচিতি অনুষ্ঠান,মতবিনিময় সভা, গণযোগাযোগ,লিফলেট বিতরণের কর্মসূচী গ্রহন করছে।
গত বুধবার ব্রুকলিনের চার্চ-ম্যাকডোলান্টটে সেলিম-আলী পরিষদ গণ সংযোগের মাধম্যে প্রচার চালায়। এ সময় তারা পথচারীদের সাথে কুশল বিনিময় করে তাদের পক্ষে ভোট প্রার্থণা করে।

জ্যামাইকায় ১৮ সেপ্টেম্বর এই পরিষদের সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মী সমাবেশে আগামীদিনে প্যানেলের অগ্রগতি ও বিভিন্ন দিন নির্দেশনামূলক আলোচনা করা হয়।
সমাবেশে কাজী তোফায়েল আহমদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আজমল হোসেন কুনু। এসময় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আজহারুল হক মিলন,প্রধান উপদেষ্টা মোহাম্মেদ হোসেন খান, উপদেষ্টা আলী ইমাম শিকদকার, আব্দুর রহিম হাওলাদার সমন্বয়কারী, কেন্দ্রীয় কমিটির জয়েন কনভেনার  মোস্তফা কামাল, কেন্দ্রীয় কমিটির জয়েন কনভেনার আকতার হোসেন, কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী সাখাওয়াত হোসেন আজম, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ওসমান গণি, উপদেষ্টা উপদেষ্টা নিশান রহিম, উপদেষ্টা শাহ সহিদুল হক, জ্যামাইকা কমিটির প্রধান উপদেষ্টা ফখরুল ইসলাম দেলোয়ার,ব্রঙ্কস কমিটির উপদেষ্টা জুনায়েদ চৌধুরী ও আহবায়ক মাহবুব আলম।
সেলিম-আলী পরিষদের সভাপতি পদপ্রার্থী আতাউর রহমান উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের মান সম্মান রক্ষা করতে পারি।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলী তার বক্তব্যে পরিচালনা কমিটির দিক নির্দেশনা মোতাবেক কাজ জন্য সবাইকে অনুরোধ জানান। প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সিনিযর সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, সহ-সাধারণ আবুল কালাম ভূইয়া,   কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, জনসংযোগ ও প্রচার সম্পাদক (নির্বাচিত) রিজু মোহাম্মদ, সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী অনিকরাজ, সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী, সাহিত্য সম্পাদক আক্তার বাবুল, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক আশ্রাব আলী লিটন, স্কুল ও শিক্ষা সম্পাদক মোহাম্মদ হাসান জিলানী, কার্যকরী সদস্য মো: সিদ্দিক পাটওয়ারী, কার্যকরী সদস্য হারুণ চেয়ারম্যান, কার্যকরী সদস পদপ্রার্থী আবুল কাশেম চৌধুরী ও জাহাঙ্গীর শহিদ সোহরাওয়ার্দীসহ প্রমুখ।
জামাইকায় নির্বাচন পরিচালনার জন্য সেলিম-আলী পরিষদ আহসান হাবিবকে আহবায়ক ও রেজাউল করিম অপুকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠিত হয়েছে। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন এনায়েত মুন্সী (প্রধান সমন্বয়ক), ফকরুল ইসলাম দেলোয়ার (প্রধান উপদেষ্টা), সেলিম খান (যুগ্ম আহবায়ক), ইসমাঈল হোসেন (যুগ্ম সদস্য সচিব)। অন্যান্য সমন্বয়কারীদের মধ্যে রয়েছেন আলমগীর হোসেন, মির্জা দস্তগীর, ফারুক হোসেন রনী, মাহবুবুল আলম, শামীম আহমেদ ও মমিনুল ইসলাম।
ব্রঙ্কসের আহবায়ক কমিটি-আহবায়ক মাহাবুল আলম  (সভাপতি ফেন্সুগন্জ সমিতি) সদস্য সচিব শামীম আহমদ সহ-সভাপতি জালালাবাদ এসোসিয়েশন,প্রধান সমন্নয়করী  
মমিনুল ইসলাম।
আরো তিনটি ভোটকেন্দ্র্রে তিনটি উপ-কমিটি কয়েকদিনর মধ্য গঠন করা হবে বলে জানিয়েছেন সেন্টার কমিটির সদস্য সচিব কাজী তোফাইল ইসলাম।
সেলিম-আলী প্যানেলের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী আতাউর রহমান সেলিম এবং মোহাম্মদ আলী জানিয়েছেন, চলতি তারা বাংলাদেশী অধ্যুষিত এলাকা ব্রঙ্কস, জ্যামাইকা,ব্রুকলীন, ওজনপার্ক, ফুলটন ও কুইন্সের বিভিন্ন স্থানে সমাবেশ করেছে। তারা জানান, সবগুলো সমাবেশে বিপুলসংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।
‘সেলিম-আলী’ প্যানেলের প্রার্থীরা হলেন: সভাপতি- আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ সভাপতি- মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি- মোহাম্মদ কামরুজ জামান (কামরুল), সাধারণ সম্পাদক- মোহাম্মদ আলী, সহকারী সাধারণ সম্পাদক- আবুল কালাম ভুইয়া, কোষাধ্যক্ষ- মফিজুর ইসলাম ভুইয়া (রুমী), সাংগঠনিক সম্পাদক- মোহাম্মদ জে এইচ খান (ডিউক খান), সাংস্কৃতিক সম্পাদক- মোস্তফা এ রাজ, প্রচার ও জনসংযোগ সম্পাদক- রিজু মোহাম্মদ ( নির্বাচিত), সমাজকল্যাণ সম্পাদক- মোহাম্মদ জামিল আনসারী, সাহিত্য সম্পাদক- মোহাম্মদ এ আখতার (বাবুল), ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- আশরাফ আলী খান (লিটন), স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক- মোহাম্মদ হাসান (জিলানী) এবং কার্যকরী সদস্য যথাক্রমে মোহাম্মদ এ সিদ্দিক, হারুন ও. হারুন, আবুল কাশেম চৌধুরী, জাহাঙ্গীর শহীদ সেহরাওয়ার্দী, মনসুর আহমেদ ও হাসান খান।
বাংলাদেশ সোসাইটি কার্যকরি কমিটির নির্বাচন আগামী ২৭ অক্টোবর রোববার অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে সেলিম-আলী পরিষদ ১৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। পরিষদের প্রচার ও জনসংযোগ সম্পাদক রিজু মোহাম্মদ আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

 

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর